ভাতে সাবধান! চীন তৈরি করছে প্লাসটিক চাল। জেনে নিন কিভাবে চিনবেন এই চাল!!!

বাজারে গিয়ে কিনে আনলেন মিনিকিট বা ভালো বাঁশকাঠি চাল। হাঁড়িতে সে ভাত ফুটলও। দিব্য খেয়ে ফেললেন। কিন্তু,জানলেনও না, আপনি যে চালের ভাত খেলেন, সেটা কৃত্রিম চাল, আসলে প্লাস্টিক ছাড়া কিছু নয়।
তা অবিশ্বাস আপনি করতেই পারেন, কিন্তু, চিন এ ভাবেই নকল প্লাস্টিকের চালে এশিয়ার বাজার ধরে নিচ্ছে। এমনকী যারা চালের কারবারি, দিনরাত চাল নিয়ে ঘাঁটাঘাঁটি করেন, তাঁরাও ধরতে পারেননি চিনের এই চালাকি। আর পাঁচটা চাইনিজ জিনিস যেমন সস্তায় মেলে, তেমন সস্তায় চাল কিনে, ব্যাপক মুনাফা করতে সেই নকল চালই বিক্রি করছে ব্যবসায়ীরা।

নকলে চিন বরাবরই ওস্তাদ। এমনকী ভেজাল খাবারেও। এর আগে নকল ডিম বানিয়েও দেদার কামিয়েছে চিন। বাইরে থেকে দেখে, এমনকী ডিম ফটিয়েও কারও ধরার ক্ষমতা হয়নি, সে ডিমও নকল। নাহাঁসের, না মুরগির। সেই ভেজালের তালিকায় এবার নবতম সংযোজন প্লাস্টিকের চাল। ভাববেন না, এশিয়ার বাজার মানে, আপনি নিরাপদ। কারণ, ভারতের বাজারেও দেদার বিকোচ্ছে এই সস্তার চাল। সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামেও যাচ্ছে।
সস্তায় দিচ্ছে বলে, নকল চালেও চালের বাজার গ্রাস করে নিচ্ছে চিন। রান্নার আগে আপনি বুঝতেও পারবেন না, সেটা প্লাস্টিকের কিনা। পাশপাশি রেখে আসল-নকল বোঝার উপায় নেই। রান্না করে বুঝবেন, ভাতটা মনমতো হল না। সেই স্বাদও পাবেন না।
 সম্প্রতি কেরালায় এমন নকল চাল প্রথমে নজরে আসে। তখনই খোঁজ নিয়ে জানা যায়, চিন থেকে এইনকল চালের দেদার আমদানি হচ্ছে। প্লাস্টিকের সঙ্গে আলু ও রাঙাআলু মিশিয়ে তৈরি হচ্ছে এই নকল চাল। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাবধান করে জানিয়েছেন, এই প্লাস্টেকের চাল কিন্তু শরীরের পক্ষে মোটেও সুখের নয়। নিয়মিত খেলে প্রাণসংশয় হতে পারে।

1 comment:

  1. Discover a premium collection of Panchgavya-based wellness, herbal cosmetics, natural Gomay products, and everyday FMCG essentials, all crafted with the purity of traditional Indian wisdom. At Deendayalkamdhenu, we bring to you the finest range of Ayurvedic and cow-based products that promote health, sustainability, and conscious living.

    💼 बिज़नेस का सुनहरा मौका – हमारे साथ जुड़ें!
    अब आप भी बन सकते हैं हमारे [पंचगव्य उत्पाद] के ऑफिशियल डीलर।
    ✅ कम निवेश, ज्यादा मुनाफा
    ✅ सपोर्ट + ट्रेनिंग उपलब्ध
    ✅ WhatsApp और कॉल से ऑर्डर सुविधा
    ✅ फास्ट डिलीवरी और सटीक सप्लाई
    ✅ ऑनलाइन और डिजिटल पेमेंट सपोर्ट
    ✅ ट्रस्टेड और रिजल्ट वाले प्रोडक्ट्स

    📞 संपर्क करें: [9520890088]
    🛍 Visit करें आज ही और पाएं खास ऑफर!
    Shop Now - www.deendayalkamdhenu.com
    📍 पता: [Deendayal Dham (Nagla Chandrabhan) Farah Mathura 281122]

    ReplyDelete