“নদী
চর খাল বিল-গজারির বন, টাঙ্গাইলের শাড়ি তার গর্বের ধন।” এই ঐতিয্যবাহী টাঙ্গাইল
শাড়ি টাঙ্গাইলবাসীর গর্বের ধন শুধু নয় এখন সারা বাংলার গর্বের ধন। বাঙ্গালি নারীর
প্রথম পছন্দ টাঙ্গাইলের তাতের শাড়ি। ঈদ কিংবা পূজা, বর্ষ্ বরণ থেকে বসন্ত বরণ যে
কোনো অনুষ্ঠানেই আবহমান বাঙ্গালি নারীর প্রথম পছন্দ শাড়ি। নারীদের চাহিদার সঙ্গে
তালমিলিয়ে টিকে আছে টাঙ্গাইল তাতের শাড়ি। হাতে বুনা শাড়িতে থাকে নানা ধরনের নকশা,
পাকা রং, নিপুন কারুকাজ, সুতি সুতোর ব্যবহার যার কারণে আজ টাঙ্গাইল শাড়ি শুধু
বাংলা নয় ভারতীয় নারীদের পছন্দ ও চাহিদা লক্ষনীয়।
আগে
সাধারণ মানের শাড়ি তৈরি হতো। কিন্তু দিন বদলের পালায় বাহারি মানের শাড়ি তৈরি
হচ্ছে।গ্রামের নারীর চাহিদার সীমানা ছারিয়ে
এখন শহুরে নারীর ফ্যাশনের কথা মাথায় রেখে শাড়ি তৈরি করা হয়। তাই ফ্যাশনসচেতন
নারীরা শাড়ি ঘরে বসেই online shopping করছে।
No comments:
Post a Comment