ফ্যাশনেবল
ও আরামদায়ক পোশাক হিসেবে
টি-শার্ট
সব বয়সীর
কাছে সামন
জনপ্রিয়। একঘেয়ে ফরমাল
পোশাক থেকে
মুক্তি পেতে
আপনার জন্য সেরা
পোশাক টি-শার্ট। তা আবার গরমে দেয় আরাম।
দেশীয় ডিজাইনারদের কাছে টি-শার্ট যেন রং-তুলির ক্যানভাস
টি-শার্টের জনপ্রিয়তা যেমন বাড়ছে, তেমনি রং ও নকশার ক্ষেত্রেও পরিবর্তন ঘটেছে । গরমেই চলবে টি-শার্ট শুধু তাই নয় বিভিন্ন অকেশনে টি-শার্ট এর ব্যবহার লক্ষনীয়। যেমন- বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারী।
টি-শার্টের প্রকার-ধরন
দেশে এখন দু’ধরনের টি-শার্ট আছে। একটি হলো বাইরের দেশ থেকে আমদানি করা, অন্যটি দেশে তৈরি। সাধারণত ফরমাল টি-শার্টে কোনো কলার বা বোতাম থাকে না। সাধারণত গোল ও ভি আকৃতির গলা হয়ে থোকে। হাতার লেন্থ ছোট বড় হতে পারে। টি-শার্টে কটন, ভিসকস ও নিট ফেব্রিক্সের কাপড় ব্যবহার করা হয়। এ ছাড়া সুতি,পলিস্টারসহ বিভিন্ন কাপড়ের টি-শার্টও পাওয়া যায়।
চাহিদা বেশি গরমে
অন্য যেকোনো সময়ের তুলনায় গরমে টি-শার্টের চাহিদা বেশি থাকে । বাহারি নকশার বৈচিত্র্য আর নিট কাপড়ের কোমলতায় টি-শার্টের বাজার এখন তুঙ্গে। গরমে হালকা/লাইট রংই সবার বেশি পছন্দ।এ সময় পরার উপযোগী রঙ হিসেবে হালকা নীল, সবুজ, জলপাই, অ্যাশ, সাদা, ফিরোজা ইত্যাদি বেছে নেওয়া হয়।
এক্ষেত্রে পিছিয়ে নেই মেয়েরাও, বিশেষ করে টিন/ভার্সিটি পড়ুয়া মেয়েদের মধ্যে টি-শার্টের আগ্রহ বেশি। ফ্যাশন হাউস 'ইয়ালো' তাই টিন এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের মেয়েদের জন্য তাদের টি-শার্টের ডিজাইন করেছে। বাজারের সেরা মেয়েদের টি-শার্ট গুলি দেখতে এখানে ক্লিক করুন
গরমে মেয়েদের ইয়ালো ব্র্যান্ডের সেরা টি-শার্ট
সবার কাছে সমান জনপ্রিয়
টি-শার্টের জনপ্রিয়তা যেমন বাড়ছে, তেমনি রং ও নকশার ক্ষেত্রেও পরিবর্তন ঘটেছে । গরমেই চলবে টি-শার্ট শুধু তাই নয় বিভিন্ন অকেশনে টি-শার্ট এর ব্যবহার লক্ষনীয়। যেমন- বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারী।
টি-শার্টের প্রকার-ধরন
দেশে এখন দু’ধরনের টি-শার্ট আছে। একটি হলো বাইরের দেশ থেকে আমদানি করা, অন্যটি দেশে তৈরি। সাধারণত ফরমাল টি-শার্টে কোনো কলার বা বোতাম থাকে না। সাধারণত গোল ও ভি আকৃতির গলা হয়ে থোকে। হাতার লেন্থ ছোট বড় হতে পারে। টি-শার্টে কটন, ভিসকস ও নিট ফেব্রিক্সের কাপড় ব্যবহার করা হয়। এ ছাড়া সুতি,পলিস্টারসহ বিভিন্ন কাপড়ের টি-শার্টও পাওয়া যায়।
চাহিদা বেশি গরমে
অন্য যেকোনো সময়ের তুলনায় গরমে টি-শার্টের চাহিদা বেশি থাকে । বাহারি নকশার বৈচিত্র্য আর নিট কাপড়ের কোমলতায় টি-শার্টের বাজার এখন তুঙ্গে। গরমে হালকা/লাইট রংই সবার বেশি পছন্দ।এ সময় পরার উপযোগী রঙ হিসেবে হালকা নীল, সবুজ, জলপাই, অ্যাশ, সাদা, ফিরোজা ইত্যাদি বেছে নেওয়া হয়।
এক্ষেত্রে পিছিয়ে নেই মেয়েরাও, বিশেষ করে টিন/ভার্সিটি পড়ুয়া মেয়েদের মধ্যে টি-শার্টের আগ্রহ বেশি। ফ্যাশন হাউস 'ইয়ালো' তাই টিন এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের মেয়েদের জন্য তাদের টি-শার্টের ডিজাইন করেছে। বাজারের সেরা মেয়েদের টি-শার্ট গুলি দেখতে এখানে ক্লিক করুন
গরমে মেয়েদের ইয়ালো ব্র্যান্ডের সেরা টি-শার্ট
সবার কাছে সমান জনপ্রিয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা
বিভাগের ছাত্র
আল আজাদ বললেন,
'গরমে টি-শার্ট পরতে
যেমন আরাম,
তেমনি অনায়াসে
ক্লাসে কিংবা
বাইরে যাওয়া
যায়। আমি
সবসময় ব্র্যান্ডের টি-শার্ট
পরতে পছন্দ করি।কারণ এগুলি পরে যেকোন পরিবেশে মানিয়ে চলা যায়।'
কেমন হবে সেরা টি-শার্ট
সবার কথা মাথায় রেখে দেশ সেরা
ব্র্যান্ড “ইয়ালো” তাদের টি-শার্ট
গুলির জিডাইন করেছেন।
নিট ফেব্রিক্স দিয়ে তৈরি
- দামে সামর্থের মধ্যে
- আরামদায়ক ও স্বস্তিদায়ক
- নতুন ট্রেন্ড
- অনলাইনে অর্ডার করতে পারবেন
সাথে আছে ফ্রি হোম ডেলিভারী
- সমস্যা হলে ৭দিনের মধ্যে
রির্টান এর সুবিধা
- অনলাইনে শপিং করলে সময় ও টাকা
দু্টিই সেভ হবে।
তাই গরমে আরাম পেতে আজই আপনার পছন্দের টি-শার্ট টি দেখে নিন।
তাই গরমে আরাম পেতে আজই আপনার পছন্দের টি-শার্ট টি দেখে নিন।
Nice collection of T-Shirts.
ReplyDelete