দেশের সেরা ৪টি অনলাইন শপিং সাইট

বদলে যাচ্ছে জীবনধারা-বদলে যাচ্ছে বাংলাদেশ।একসময় ঘরে বসে কেনাকাটার কথা ভাবতেই গা শিউরে উঠতো। কিন্তু অনলাইনে কেনাকাটা এখন এতটাই সহজ ও স্বাভাবিক হয়ে গেছে যে আমরা এতে বেশ অভ্যস্ত হয়ে গেছি। এটি সত্যি যে, আর্ন্তজাতিক পেমেন্ট গেটওয়ে সর্ম্পকিত কিছু সমস্যা থাকায় বাংলাদেশ থেকে আমরা আর্ন্তজাতিক অনলাইন মার্কেটপ্লেসে কেনাকাটা করতে পারছিনা। আমাজন, ই-বে সাইটের মতো বিভিন্ন সাইটের সেরা সব ডিল মিস করছি। তবে, আমাদের উদ্যোক্তারাও কিন্তু থেমে নেই। আমাদের নিজস্ব পেম্যান্ট সিস্টেমকে ভিত্তি করে বাংলাদেশে আজ দারুন সব অনলাইন শপিং সাইট গড়ে উঠছে। ঢাকা কেন্দীক শুরু হলেও তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে দেশব্যাপী।


যাইহোক, বাংলাদেশের অনলাইন শপিং সাইট গুলির মধ্যে সেরা সাইটগুলি হলো-


১. দারাজ ডটকম ডটবিডি(https://www.daraz.com.bd)
এখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী দেশী ও বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের পণ্য পাবেন।সাথে আছে ক্যাশঅন ডেলিভারীসহ হোম ডেলিভারীর সুবিধা। পণ্যে কোন সমস্যা হলে রির্টান দিতে পারবেন। সবচেয়ে দ্রুত সময়ে পণ্য হাতে পেতে এই সাইটের জুড়ি নেই।


online shopping site bangladesh



২. আজকেরডিল ডটকম(http://www.ajkerdeal.com)

আজকেরডিল দারুন একটি সাইট। এখানেও পাবেন অনেক কিছু। এটি একটি সর্ম্পূণ ই-কর্মাস প্লাটফম।এখানে নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের পণ্য বাজার মূ্ল্যের চেয়ে কম দামে ক্রেতাদের সরবরাহ করা হয়।

online shopping site bangladesh



৩. ব্রানো ডটকম(http://www.branoo.com)
 সাইটটিতে বিভিন্ন ব্র্যান্ডের পণ্য খুব সহজেই কেনা যায়। পণ্য হাতে পাবার পর মূল্য পরিশোধ করতে পারবেন।

online shopping site bangladesh

৪. রকমারি(http://www.rokomari.com)
 দারুন জনপ্রিয় একটি বই ও সিডি কেনার সাইট। দেশের যেকোন প্রান্তে ২ থেকে ১০ দিনের মধ্যে ডেলিভারি দেয়ার নিশ্চয়তা দেয় এই সাইট। বইকে বিষয়ভিত্তিক, লেখক ও প্রকাশক এই তিন শ্রেণীতে এই সাইটে দেখানো হয়, যা বই কিনতে দারুন সহায়ক। 

online shopping site bangladesh


উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এভাবেই বাংলাদেশে ক্রমশ প্রসার ঘটছে অনলাইন কেনাকাটার। ২৪ ঘণ্টারও কম সময়ে নিজের অর্ডার করা পণ্য ডেলিভারি পেয়ে ক্রেতারাও আগ্রহী হয়ে উঠছেন অনলাইন কেনাকাটায়। পণ্য বুঝে পেয়ে মূল্য (ক্যাশ অন ডেলিভারি) পরিশোধের সুযোগে অনলাইন কেনাকাটায় ক্রেতাদের আগ্রহ আরও বেশি। নগরজীবনের ব্যস্ততায় একটু স্বস্তি দিয়েছে এই অনলাইন শপগুলো। ইন্টারনেট সহজ করে দিচ্ছে ক্রেতার জীবনাচরণ।
 আরও পড়ুন-
বাঙালি নারীর প্রথম পছন্দ টাঙ্গাইল তাঁতের শাড়ি

10 comments:

  1. Anonymous3:38 AM

    অনলাইন শপিং-এ আমার প্রথম পছন্দ প্রিয়শপ ডটকম (http://www.priyoshop.com/)

    ReplyDelete
  2. আপনারা কি শুধু বাংলাদেশে ডেলিভারি দেন নাকি বাহিরেও ডেলিভারি দেন

    ReplyDelete
  3. ভাই অর্ডার করার পর,পণ্য এলাকাতে আসেনা। অন্য একটি লোকেসনের নাম দিয়া দেয়, সেখান থেকে গিয়ে আনতে হয়। পণ্য আনতে আমাদের আরো ২০০ টাক লোকসান হয়।

    ReplyDelete
  4. ধন্যবাদ । যুগের সাথে তাল মিলিয়ে আরও বেশ কিছু নতুন নতুন ওয়েবসাইটের আগমন ঘটেছে নতুন কিছু সেবা নিয়ে। এদের মধ্যে সেবা বিনিময় "Best Online Shopping Site in Bangladesh" খুব দ্রুত পরিচয় পাচ্ছে ।

    ReplyDelete
  5. ✅বাংলাদেশের চূড়ান্ত অনলাইন শপিং গন্তব্য নিরাপদ এবং বিশ্বস্ত গেটওয়ের মাধ্যমে সম্পূর্ণ ঝামেলা-মুক্ত শপিংয়ের নিশ্চয়তা দিচ্ছি। আমরা আপনাকে আপনার সমস্ত প্রিয় ব্র্যান্ড এবং আরও অনেক কিছু দিয়ে ট্রেন্ডি এবং নির্ভরযোগ্য শপিংয়ের অফার করি। এখনে কেনাকাটা সহজ, দ্রুত এবং সর্বদা আনন্দদায়ক। আমরা আপনাকে এখানে সঠিক পছন্দ করতে সহায়তা করি…

    ✅আমরা দিচ্ছি ক‍্যাশ অন ডেলিভারি সুবিধা।
    ✅আপনি রিসিভ করার সময় চেক করে নিতে পারবেন।

    ✅আপনার দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পণ্য, আপনার চাহিদা অনুযায়ী ও আপনার সময়ের মূল্যায়ন করে, সুরক্ষিত ভাবে আপনার হাতে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

    ✅আপনার অনলাইন শপিং নিরাপদ ও স্বচ্ছন্দময় হোক এটাই আমাদের প্রতাশা।

    নিরাপদে কেনাকাটা করতে ভিজিট করুন: https://www.happykenakata.com.bd/

    ReplyDelete
  6. দারাজ এখন নিম্ন মানের সেলারদের তাদের মার্কেটপ্লেসে এক্সেস দিয়ে রেখেছে। যারা পন্য দেখায় একরকম। দিচ্ছে আরেরক রকম। কিছুদিন আগে আমার ছেলের ২টি ঘড়ি পছন্দ হয়েছিল, ১টি ডিজিটাল ১টি বেল্ট। ডিজিটালের কথা নাই বললাম। বেল্টের টা অর্ডার করলো ব্রাউন বেল্ট-ব্ল্যাক ডায়াল। দিলো ব্ল্যাক বেল্ট-হোয়াইট ডায়াল। ১টি মানিব্যাগও নিলো। এতো নিম্ন মানের যে, ভ্যান গাড়িওয়ালাও আরও ভালো ব্যাগ বিক্রি করে। শিপিং কস্ট সহ যে দাম পড়ে। লোকালি নিলে আরও ভালো পাওয়া যেতো। বাংলাদেশ অনলাইন বীজনেসে ১০০ বছর পিছিয়ে আছে।

    ReplyDelete
  7. Anonymous4:02 PM

    With your Smartphone, browsing through the websites is easier, and you can quickly go through an entire list of products, to find an alternative which suits you the best. Have the products delivered to you, right from the comfort of your home. And you would never realize how much could you possible do with online shopping. Online shopping even lets you find some unique and one of a kind products, which could work wonders for your health, or even the kind of products you do not normally find in brick and mortar stores see more...

    ReplyDelete
  8. Thank you for sharing our country's top four online purchasing sites. I'm delighted to have found this knowledge. shopoth.com is my first choice for internet buying because they offer a low-cost variety of groceries, apparel, electronics and gadgets, health and hygiene items, and other services.

    ReplyDelete
  9. Buy any kind of wrapping and wedding materials From WrapUp BD

    ReplyDelete
  10. Shopping online It saves time and effort, and you get to see a lot of different stuff, and it is the most convenient and cost-effective method.

    ReplyDelete