১৪২৩ বাংলা বছরের শুরু থেকেই ভ্যাপসা গরমের জানান দিচ্ছে। এই গরমে আরাম দায়ক পোশাক পরিধান করাই বুদ্ধি মানের কাজ হবে।। তাই আরাম পাওয়ার জন্য পোশাক নির্বাচন করতে হবে।কারণ, আগে আরাম, তারপর
ফ্যাশন
বা
স্টাইল। তাহলে জেনে নেই গরমে আরামের
পোশাক-পরিচ্ছদ
সম্পর্কে।
রং চং বাদ দিন, কাপড়ে প্রাধান্য দিন
গরমে
রঙের
চেয়ে
বেশি
প্রাধান্য
দিন
কাপড়ের
ওপর। ভালো মানের কাপড় পড়ুন। পুরুষেরা যেহেতু দিনের
বেশিরভাগ
সময়
বাইরে
কাটায়
তাই
তাদের আরামদায়ক
ফ্রেবিকের
কথা
ভাবা উচিত। সেক্ষেত্রে সুতির চেয়ে আরামদায়ক
কাপড় আর কিছুই
হতে
পারে
না। সুতি/কটন বা
তাঁতে
তৈরি
কাপড়ের
পোশাক
হতে
পারে
গরমের
স্বস্তিদায়ক
সঙ্গী। মেয়েদের পোশাকের
রঙ
হওয়া উচিত হালকা ধরনের। তাহতে পারে সাদা,
অফহোয়াইট,
সবুজ,
বেগুনি,
হাল্কানীল
ইত্যাদি
কালারের। কিন্তু কালো রং এর জামা ব্যবহার একদমই পরিহার করতে হবে। রংটাও অনেক ক্ষেত্রে দেহের
গরম
কমায়। অনেকে হয়তো হাতা
কাটা
জামা
পরতে
পছন্দ
করেন তাই এই গরমে ছোট হাতা,
মাঝারি সাইজের হাতা পরাই ভাল।
শর্ট ফতুয়া- টি শার্ট পড়ুন
গরমে ছেলেদের সেরা আরামদায়ক পোশাক হচ্ছে টি শার্ট। বিশেষ করে কলেজ পড়ুয়া বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেদের এই পোশাকের কোনো বিকল্প নেই। কারণ টি-শার্ট জিন্স, গ্যাবাডিন কিংবা অন্য প্যান্টের সঙ্গে বেশ ভালো ভাবে মানিয়ে যায়। আর মেয়েদের পোশাকের মধ্যে সবচেয়ে আরামদায়ক পোশাক শর্ট ফতুয়া, শর্ট কামিজ ইত্যাদি । গরমে আরামদায়ক পোশাক ছাড়াও এটাকে তারা ফ্যাশন হিসাবেও ব্যবহার করে।
গরমে ত্বকের যত্ন-কি করবেন জেনে নিন
এই গরমে অনেকে মাথায় স্কার্ফ ব্যবহার করে থাকেন। স্কার্ফ ব্যবহারের ফলে রোদের উত্তাপ ও ধুলা বালি থেকে বাঁচা যায়। মাথার চুল নষ্ট হওয়া থেকে মুক্তি পায় যার ফলে খুসকির সমস্যা হয়না। অনেকে ছাতা ব্যবহার করে থাকেন এটি ভালো অব্যাশ। গরমের দিনে খাবার পানি এবং সব সময় ব্যাগে একটি ছাতা অবশ্যই রাখা উচিত।
মেয়েদের টি-শার্ট পেতে এখানে ঘুরে আসতে পারেন -
চাকুরীজীবীদের পোশাক কেমন হবে
যারা চাকরী করেন এই গরমে পোশাকের ব্যাপারে তাদের নতুন করে ভাবতে হবে অনেক কিছুই!এমন পোশাক পরুন যাতে আপনিও স্বাচ্ছন্দে থাকেন আবার ক্লায়েন্টও অস্বস্তিবোধ না করে। হাফহাতা সুতি বা প্রিন্টের শার্ট, পোলো শার্ট অথবা ফতুয়ার সাথে স্ট্রেইট কাটের জিন্স পরতে পারেন। অথবা সুতির ফরমাল পোশাক পরিধান করুন। তবে খেয়াল রাখুন শার্টের কাটিং যেন আপনার জন্য আরামদায়ক হয়/ একটু ডিলা-ডালা কার্টের র্শাট পরুন। এক্সক্লুসিভ বা বেশি দামের শার্ট যত সুন্দরই হোক, এই গরমে তা স্বস্তি দেবে না।
কোখায় পাবেন??
তবে শপিংমলে কেনাকাটা করার চেয়ে গরমে স্বস্তি পেতে ঘরে বসেই কিনতে পারেন ভালো মানের টি-শার্ট, ফতুয়া, প্যান্ট ইত্যাদি। এগুলি আপনাকে হোম ডেলিভারি দিয়ে যাবে। দামেও স্বস্তা আপনার সময় ও টাকা দুটিই সেভ হবে। সাথে পাবেন গরমের যন্ত্রনা থেকে মুক্তি।
ভালো ব্র্যান্ডের ক্যাজুয়াল কটন টি-শার্ট পেতে এখানে ক্লিক করুন
রং চং বাদ দিন, কাপড়ে প্রাধান্য দিন
শর্ট ফতুয়া- টি শার্ট পড়ুন
গরমে ছেলেদের সেরা আরামদায়ক পোশাক হচ্ছে টি শার্ট। বিশেষ করে কলেজ পড়ুয়া বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেদের এই পোশাকের কোনো বিকল্প নেই। কারণ টি-শার্ট জিন্স, গ্যাবাডিন কিংবা অন্য প্যান্টের সঙ্গে বেশ ভালো ভাবে মানিয়ে যায়। আর মেয়েদের পোশাকের মধ্যে সবচেয়ে আরামদায়ক পোশাক শর্ট ফতুয়া, শর্ট কামিজ ইত্যাদি । গরমে আরামদায়ক পোশাক ছাড়াও এটাকে তারা ফ্যাশন হিসাবেও ব্যবহার করে।
গরমে ত্বকের যত্ন-কি করবেন জেনে নিন
এই গরমে অনেকে মাথায় স্কার্ফ ব্যবহার করে থাকেন। স্কার্ফ ব্যবহারের ফলে রোদের উত্তাপ ও ধুলা বালি থেকে বাঁচা যায়। মাথার চুল নষ্ট হওয়া থেকে মুক্তি পায় যার ফলে খুসকির সমস্যা হয়না। অনেকে ছাতা ব্যবহার করে থাকেন এটি ভালো অব্যাশ। গরমের দিনে খাবার পানি এবং সব সময় ব্যাগে একটি ছাতা অবশ্যই রাখা উচিত।
মেয়েদের টি-শার্ট পেতে এখানে ঘুরে আসতে পারেন -
চাকুরীজীবীদের পোশাক কেমন হবে
যারা চাকরী করেন এই গরমে পোশাকের ব্যাপারে তাদের নতুন করে ভাবতে হবে অনেক কিছুই!এমন পোশাক পরুন যাতে আপনিও স্বাচ্ছন্দে থাকেন আবার ক্লায়েন্টও অস্বস্তিবোধ না করে। হাফহাতা সুতি বা প্রিন্টের শার্ট, পোলো শার্ট অথবা ফতুয়ার সাথে স্ট্রেইট কাটের জিন্স পরতে পারেন। অথবা সুতির ফরমাল পোশাক পরিধান করুন। তবে খেয়াল রাখুন শার্টের কাটিং যেন আপনার জন্য আরামদায়ক হয়/ একটু ডিলা-ডালা কার্টের র্শাট পরুন। এক্সক্লুসিভ বা বেশি দামের শার্ট যত সুন্দরই হোক, এই গরমে তা স্বস্তি দেবে না।
কোখায় পাবেন??
তবে শপিংমলে কেনাকাটা করার চেয়ে গরমে স্বস্তি পেতে ঘরে বসেই কিনতে পারেন ভালো মানের টি-শার্ট, ফতুয়া, প্যান্ট ইত্যাদি। এগুলি আপনাকে হোম ডেলিভারি দিয়ে যাবে। দামেও স্বস্তা আপনার সময় ও টাকা দুটিই সেভ হবে। সাথে পাবেন গরমের যন্ত্রনা থেকে মুক্তি।
ভালো ব্র্যান্ডের ক্যাজুয়াল কটন টি-শার্ট পেতে এখানে ক্লিক করুন
No comments:
Post a Comment