চুলের যত্নে ১০টি ঘরোয়া টিপস



সঠিক উপায়ে চুলের যত্ন নিলে, তাহলে সহজেই চুলের যেকোন সমস্যা থেকে আপনি মুক্ত থাকতে পারবেনযথা- মাথার তালুর ইনফেকশন, খুশকি, চুল ঝরে পড়া, চুল পাকা/চুলের অকাল পক্কতা ইত্যাদি আমাদের দেয়া নিচে টিপস গুলো যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনার চুল ও মাথার তালু হবে সুন্দর ও স্বাস্থ্যবান
hair care tips

১.  সপ্তাহে দু্ই দিন অন্তর আপনার চুল পরিস্কার করুন, হারবাল জাতীয় শ্যাম্পু দিয়ে
Aloe Vera Hair Conditioner
Aloevera Natural Shampoo
২. প্রথমে অল্প পানি দিয়ে শ্যাম্পু মিশিয়ে নিন তারপর মাথার তালুতে হালকাভাবে ম্যাসাজ করে লাগান অনধিক ২ মিনিট রাখুন মনে রাখবেন মাথার তালুতে সরাসরি শ্যাম্পু প্রয়োগ করা যাবেনা
৩. আপনার যদি চুলে খুশকি থাকে তাহলে, এ্যন্টি-ড্যানড্রাফ জাতীয় শ্যাম্পু ব্যবহার করুন এবং মাথার তালু নিয়মিত পরিস্কার রাখুন চুলের সুস্বাস্থ্যের জন্য
৪. ভেজা চুল কখনোই আচড়াবেন নাভেজা চুল আচড়ালে চুল পড়ে যাবার সম্ভাবনা বেরে যায়প্রথমে টাওয়েল দিয়ে চুল ভালোভাবে মুছে নিন, তারপর একটু হালকা শুকিয়ে পরিস্কার চিরুনি দিয়ে আঁচড়ে নিন
৫. যদি আপনার লম্বা চুল থাকে তাহলে চুল আঁচড়েতে প্রথমে আপনার হাতের আঙ্গুলি ব্যবহার করুন পরে চিরুনির সাহায্য নিন
৬.  সবসময় ফাঁকা মোটা দাতের চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর অব্যাশ করুন
৭. অপ্রয়োজনীয় কসমেটিক সামগ্রী ব্যবহার পরিহার করুন যেমন চুলের জেল, ক্রিম, হেয়ার কালার ইত্যাদিএগুলোর ব্যবহারে আপনার চুলের স্থায়ীভাবে বড় ধরনের ক্ষতি হতে পারে  যা নিরাময় সম্ভব হবে না

৮. যদি একান্তই চুলে রং করতে হয়, তাহলে ভালো ব্র্যান্ডের হেয়ার কালার ব্যবহার করুন। যেমন-



৯. সংক্রামক রোগ হতে বাচার জন্য অন্যের ব্যবহৃত চিরুনি, হেলমেট, ক্যাপ ইত্যাদি ব্যবহার পরিহার করুন।
১০. বেশি শক্ত ভাবে চুল বাঁধবেন না, এবং কিছুদিন পর পর হেয়ার স্টাইল পরিবর্তন করে চুলের গিট বাধবেন এবং প্রচুর পানি পান করুন।
আমাদের টিপস ভালো লাগলে শেয়ার করুন...

No comments:

Post a Comment